সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

মাগুরায় সেনা বাহিনীর অভিযানে শীর্ষ তালিকাভুক্ত আসামী গ্রেপ্তার

Logo
Desk Report 2 সোমবার, ০৯ ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন,

জেলা প্রতিনিধি, মাগুরাঃ

মাগুরার মোহাম্মদপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল ঝটিকা অভিযানে গ্রেপ্তার হয় শীর্ষ তালিকাভুক্ত আসামী মোঃ উজ্জ্বল সরদার। সে ৫ই আগস্টের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান সন্দেহ ভাজন আসামী। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
০৮ ডিসেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায় মোহাম্মদপুর সেনা ক্যাম্পে গোপন সুত্রে থেকে সংবাদ আসে, শীর্ষ তালিকা ভুক্ত আসামী মোঃ উজ্জ্বল সরদার মোহাম্মদপুর ইউনিয়নের একটি নির্জন স্থানে আত্মগোপনে রয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল দ্রুত অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। এবং রাত ৮ঃ৩০ ঘটিকায় চৌকস দলটি সুনির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে মোঃ উজ্জ্বল সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোপন সূত্রের তথ্যে পরিচালিত এই অভিযান ছিল অত্যান্ত ঝুঁকিপূর্ণ।
গ্রেপ্তার কৃত শীর্ষ তালিকা ভুক্ত আসামী উজ্জ্বল সরদার গত ৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের প্রধান সন্দেহ ভাজন আসামী । এছাড়াও, তিনি জুলাই-আগস্ট মাসে মাগুরার ছাত্র আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।
এই সফল অভিযানে প্রশাসন উচ্ছ্বসিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক মুখপাত্র জানান, “উজ্জ্বল সরদারের গ্রেপ্তারে এলাকার অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে একটি বড় পদক্ষেপ ও সাফল্য বলে মনে করেন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত উজ্জ্বল সরদারকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন সেনাবাহিনীর চৌকস দল। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করেন এমনটাই জানান অভিযান পরিচালনা দলের প্রধান ।

মাগুরার জনগণের মধ্যে এই অভিযান নতুন ভাবে আস্থা তৈরি করেছে এবং জুলাই আগষ্টে নিহতের পরিবার আশার আলো ফিরে পেয়েছে । আইনশৃঙ্খলা বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে, অপরাধ দমনে এমন কার্যক্রম চলমান থাকিবে।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …