মোঃ তারিকুল ইসলাম তুহিন,
জেলা প্রতিনিধি, মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে যৌথ বাহিনীর একটি চৌকস দল অভিযানে সংঘ বদ্ধ ডাকাত চক্র ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত তিন আসামি গ্রেফতার করেছে।
১৫ ডিসেম্বর রাত ২ঃ৩০ ঘটিকা থেকে ৪ঃ৩০ ঘটিকা পর্যন্ত লেঃ কর্নেলঃ মোঃ মাকসুদুল আলম পিএসসি ১০ ইবি নেতৃত্বে যৌথ বাহিনীর একটি চৌকস দল মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করে সংঘ বদ্ধ ডাকাত চক্রের ও হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত তিন আসামি আটক গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আসামীদ্বয় হলেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বারইখালী গ্রামের মৃতঃ সামাদ মোল্যার পুত্র সোলেমান মোল্য, সৈয়দ মোল্যার পুত্র মোঃ উজ্জল ইসল এবং রুবেল মোল্যা তারা একই এলাকার বাসিন্দা বলে তথ্যে পাওয়া যায়।
পরবর্তীতে আটককৃত আসামিদের কে মাগুরা সদর থানায় হস্তান্তর করেন যৌথ বাহিনী।
যৌথ বাহিনী সুত্রে জানা যায় এ অভিযান ছিল ঝুঁকি পুর্ন।অভিযান টি সফল ভাবে সম্পূর্ণ হওয়ায় প্রশাসন উচ্ছ্বসিত। এই অভিযান মাগুরার মানুষের মধ্যে আস্হা ফিরেছে এবং সকল ধরনের অভিযান অব্যহত থাকবে।