বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

মাগুরায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন।

Logo
Desk Report 2 রবিবার, ০১ ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ

মাগুরায় আদরের ছেলে কে নেশার টাকা না দেওয়ায় পিতা কে ছুরি দিয়ে আঘাত করে খুন করেছে ।
০১ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা গোরস্থান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুরমান শেখ (৭৫)। সে ওই গ্রামের মৃত ইয়াকুব শেখ এর ছেলে।
এ ঘটনার পর এলাকাবাসী পিতার হত্যাকারী ওই সন্তানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ।

নিহতের ছেলে হানিফ শেখ বলেন,আমাদের ছোট ভাই মফিজুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল সে দুই সন্তানের জনক ।
মফিজুল বাড়ির জমি তাকে লিখে দেয়ার জন্য তার বাবাকে প্রায় চাপ দিত। এদিকে বাবা জমি লিখে দিলে সে নেশার টাকার জন্য জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাবে যে কারণে বাবা তাকে জমি লিখে দেয় নাই। আজ রবিবার সকালে বাবাকে জমি লিখে অথবা বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিলে বাবা রাজি না হওয়ায় মফিজুল বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করে। আমরা বাড়ির সদস্য প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে।

এদিকে এ ঘটনার পর হাসপাতাল ও ঘটনা স্থল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম ও সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ আইয়ুব আলী। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের হত্যাকারী সন্তান মফিজুল সে মাদকাসক্ত ছিল। সে নেশার টাকা যোগাড় করতে প্রায় তার বাবাকে মারধর করত। শেষ পর্যন্ত সে নেশার টাকা জোগাড় করতে বাবাকে জমি লিখে দিতে বলে। বাবা জমি লিখে দিতে রাজি না হয় আজ সকালে তাকে বুকে আঘাত করে। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেছে। মফিজুলকে আটক করা হয়েছে। মামলার বিষয়ে বলেন,আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন রয়েছে।

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …