শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

মাগুরায় মহিলার দুরদর্শিতায় চুরি যাওয়া শিশু উদ্ধার, অভিযুক্ত চোর আটক

Logo
ডেস্ক রিপোর্ট বুধবার, ০৩ ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ

মাগুরা প্রতিনিধি ॥ ১৫ মাসরে শিশুকে নিয়ে পালিয়ে যাবার সময় এক মহিলার সাহসকিতা ও দুরদর্শিতায় স্থানীয়দের সহযোগতিায় শিশুটি ফিরে পেল তার বাবা-মা কে। ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের ইভান ও সুমাইয়া দম্পতির ১৫ মাসের মেয়ে তাহিয়া। তাদের বাড়িতে নাঈম (২০) নামে এক দিনমুজুর কাজ করতে এসে তাহিয়াকে নিয়ে পালিয়ে যাবার সময় একই গাড়িতে থাকা জান্নাতুল ফেরদৌসী নামে অপর যাত্রীর সন্দেহ হলে স্থানীয়দের মাধ্যমে আটক করে মাগুরা সদর থানায় নিলে ঘটনার সত্যতা প্রকাশ পাই ।

sorejominbarta

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, অভিযুক্ত নাঈম গত ২৮ র্মাচ থেকে ঝিনাইদহ সদরের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামের ইভান মিয়ার বাড়িতে কৃষি কাজের জন্য দিনমজুর হিসেবে কাজ করে আসছিল। এর মধ্যে নাঈম গত মঙ্গলবার সন্ধ্যায় শিশু তাহিয়াকে চুরি করে নিয়ে ঝিনাইদহ থেকে মাহেন্দ্র অটোতে চড়ে মাগুরার দিকে রওনা দেয়। পথিমধ্যে হাটগোপালপুর এলাকা থেকে মাগুরা শহররে পশু হাসপাতাল পাড়ার জান্নাতুল ফেরদৌসী নামের এক মহিলা মাগুরার উদ্দেশ্যে ওই মাহেন্দ্রে ওঠে। শিশু বাচ্চাসহ নাঈমকে দেখে ও তার সাথে কথা বলে সন্দেহ হলে জান্নাতুল ফেরদৌসী মাগুরা শহরের ভায়না মোড়ে এসে তার সহাসিকতা ও দুরদর্শিতার মাধ্যমে অন্যদের সহযোগতিায় শিশুসহ অভিযুক্ত নাঈমকে আটক করে মাগুরা সদর থানায় নিয়ে আসেন। থানায় পুলিশী জেরার মুখে বাচ্চাটিকে চুরি করে নিয়ে যাওয়ার প্রকৃত ঘটনা বেরিয়ে আসে। অভিযুক্ত নাঈমের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
এ সময় তিনি বিষয়টি ঝিনাইদহ থানায় অবহিত করলে ঝিনাইদহ থানা শিশুটির অভিভাবকদের নিয়ে মাগুরা সদর থানায় এলে অভিযুক্ত নাঈমসহ সকলকে ঝিনাইদহ থানায় সোপর্দ করা হয়েছে ।

ADVERTISEMENT

মোঃ ইসারুল,  জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে জন প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সীমান্তবর্তী জনগণ ও কৃষকদের সঙ্গে মতবিনিময় …

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …