মাগুরা প্রতিনিধি:- মাগুরায় ছাদ থেকে পড়ে তাসফিয়া খাতুন (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তাসফিয়া মাগুরা শহরের বেলতলার মহিলা মাদ্রাসার মাওলানা শেষের দিকেৱ একজন শিক্ষার্থী ছিলেন। তাসফিয়া মাগুরা সদর উপজেলার নালিয়ার ডাঙ্গী গ্রামের এনামুল হক তুহিনের মেয়ে।
মেয়েটির চাচা নাজমুল হোসেন জানান, রবিবার মাগরিবের নামাজের পর মেয়েটি তার বাবা-মা ও বোনের সাথে নতুন নির্মানাধীন একতলা ভবনের ছাদে উঠেছিল। এ সময় সে হঠাৎ ছাদ থেকে পড়ে যায় । পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তাসফিয়া এলাকায় ধর্মভীরু, অত্যন্ত পদ্মা শীল ও ভালো চরিত্রের মেয়ে ছিলেন তার এই অপমৃত্যুর কারণে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়।
মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।