
মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের রুপাটী থেকে তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী নূর আলী ও সনেট কে মাগুরা সদর থানা পুলিশ গ্রেফতার করেছে।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রোজ সোমবার আনুমানিক ১:৪৫ মিনিটের সময় মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন রুপাটী থেকে দুই মাদক কারবারিকে হাতে নাতে আটক করে।
মাগুরা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাগুরা কে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদর থানার এস আই মাহমুদুল হাসান ও এ এস আই রিপন হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করা কালে দক্ষিণ মাগুরা বিশিষ্ট মাদক সম্রাট জগদল ইউনিয়নের রুপাটী গ্রামের জৈনক বাবর মোল্যার পুত্র নূর আলী ওরফে ইয়াবা নূর (২৩) ও একই ইউনিয়নের সৈয়দ রুপাটী গ্রামের শ্রীরু মোল্যার ছেলে সনেট (২২) কে ইয়াবা বিক্রয় কালে ১২ পিস ইয়াবা সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ক্রেতার সটকে পড়ে।
প্রাথমিক ভাবে জানা যায় আটক কৃতরা এর পূর্বেও কয়েকবার জেল খেটে জামিন আছে এবং কয়েকটি মাদক মামলা এখনও চলমান। স্হানীয় সূত্রে জানা যায় গত ৫ আগষ্টের পর অত্র গ্রামে প্রভাবশালী এক বি এন পি নেতার ছত্রছায়া এলাকার জগদল বাজার হতে জাগলা চারা বটতলা সড়ক যেন মাদকের নিরব জোন হিসাবে গড়ে তুলেছে। এলাকা বাসি জানান এসকল মাদক ব্যবসায়িদের কারনে ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যাচ্ছে ভয়ে ভয়ে এবং মাদক কারবারিরা সহ মাদক ক্রেতারা স্কুল, কলেজ, মাদ্রাসা গামী মেয়েদের কে উক্তত্য করে বলেও অভিযোগ পাওয়া যায়। মাদকের কালো থাবায় উঠতি বয়সি ছেলেরা মাদকাসক্ত হচ্ছে। মাদকের আগ্রসনে এলাকাতে চুরি ডাকাতি ছিনতায়ের মত অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়ে বিপথগামী হচ্ছে। এবিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আটককৃত আসামিদের মাগুরা কোর্টে সোপর্দ করা হয়েছে।