মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ
মাগুরায় সোস্যাল মার্কেটং কোম্পানী(SMC) জয়া স্যানিটারী ন্যাপকিন পিছিয়ে থাকবে না এই মোটিভেটিভ কে সামনে নিয়ে মাগুরায় স্কুল/মাদ্রাসা/কলেজ বালিকাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ কর্মশালা SMC এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কুষ্টিয়া এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ খ্রি. সকাল ১০টা ও ১১.৩০ টায় এস এম সি এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত মাগুরা দুধ মল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর বালিকাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম ও সাতটি জেলার দায়িত্বপ্রাপ্ত সেলস ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বৃন্দগণ।