মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

মাগুরাতে শহীদ রাব্বির পরিবারের পাশে তারেক রহমান

Logo
Desk Report 2 রবিবার, ১০ ২০২৪, ১০:০৯ অপরাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও আমরা বিএনপি পরিবারের পৃষ্ঠপোষকতায় ছাত্র জনতার আন্দোলনে মাগুরায় শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

আজ রবিবার ১০ নভেম্বর রোববার বিকেলে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ মেহেদী হাসান রাব্বির বাসায় গিয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিএনপি’র কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ।

এছাড়া মাগুরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আলহাজ আলী আহমেদ, সাবেক সদস্য সচিব আকতার হোসেন, সাবেক জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা, সাবেক জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আইয়ুব হোসেন, সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, সাবেক জেলার ছাত্রদলের সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য নাজমুল হাসান লিটন, সদর থানা বিএনপি’র আহবায়ক কুতুবউদ্দিন, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের বিপ্লবী সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ মাগুরা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে গত ০৪ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলের সামনের সারিতে দাঁড়িয়েছিলেন মেহেদী হাসান রাব্বি। সেখানেই ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাব্বি।মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে মেহেদী হাসান রাব্বি।

ADVERTISEMENT

শহীদ মেহেদী হাসান রাব্বির স্ত্রী রুমি খাতুন এবং ছোট ভাই ইদ্রিস হোসেন সাংবাদিকদের বলেন আমাদের দাবি পুলিশ নয়, ছাত্রলীগ-যুবলীগ নেতা কর্মীদের গুলিতেই রাব্বি প্রাণ হারিয়েছেন।
এসময় আন্দোলনে থাকা রাব্বির ভাতিজা খালিদ বিশ্বাসসহ অন্তত ২০জন আহত হন। গত মে মাসে বিয়ে করেছিলেন শহীদ মেহেদী হাসান রাব্বি। সংসার শুরু করার আগেই জুলাই গণঅভ্যুত্থানে ঘাতকের বুলেট কেঁড়ে নেয় তাঁর প্রাণ। এরইমধ্যে স্ত্রী রুমী খাতুনের গর্ভে এসেছে রাব্বির রেখে যাওয়া স্মৃতি। শুধু রাব্বি নেই, চলে গেছেন দেশের ডাকে সাড়া দিয়ে। রাব্বির মত আরো অনেক রাব্বি শহীদ হয়েছেন দেশের জন্য।

সাদ্দাম হোসেন, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কবিরহাটে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এ সময় বারবার সতর্ক করার …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টারঃ ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মাঝের দুই ম্যাচ উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও …

চট্টগ্রাম ব্যুরো : চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই আজহারুল ইসালাম, এসআই লুৎফর রহমান,এএসআই সোহেল রানা, এএসআই রাজু …