মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি মাগুরাঃ
ডিমে পুষ্টি ডিমে শক্তি,ডিমে আছে রোগমুক্তি – এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২২তম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে (১১ অক্টোবর) শুক্রবার ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডাঃ মোঃ জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ নুরুল্লাহ, মোঃ আহসান পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা, প্রাণিসম্পদ প্রকৌশলী কর্মকর্তা ডাঃ রাসেল হোসাইনের, সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ শাহারিন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শালিখা মাগুরা, মো: সুমন পারভেজ পোল্ট্রি খামারি ও ফিড ব্যবসায়ী। এসময় অনুষ্ঠানে প্রাণিসম্পদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও প্রায় ৪০জন প্রান্তিক খামারি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান বলেন, ডিমকে বলা হয় পরিপূর্ণ খাদ্য। পৃথিবীতে মাত্র কয়েকটি খাদ্যকে সুপার ফুড হিসেবে আখ্যা দেওয়া হয়, যার মধ্যে ডিম অন্যতম। এ সময় তিনি সবাইকে নিয়মিত ডিম খাওয়ার পরামর্শ দেন।