মোঃ তারিকুল ইসলাম তুহিন,
জেলা প্রতিনিধি,মাগুরাঃ
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব আরিফুজ্জামান নয়ন এর পক্ষ থেকে মাগুরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার ১১ নভেম্বর সকাল ১১ ঘটিকায় মাগুরা জেলার খাদ্য গোডাউনের সামনে মাইক্রো স্ট্যান্ড চত্বরে, বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক আহবায়ক আলী আহমেদ। ক্যাম্পেইনটি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক আলমগীর হোসেন সোহান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান কল্লোল,মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: ফিরোজ আহমেদ, ক্যাম্পেইনটির আয়োজক মাগুরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রাজা মোল্যা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনি মোল্লা, রাকিব মোল্লা, দিদার আহমেদ, মিলন শরীফ, কামরুজ্জামান সুমনসহ স্থানীয় ছাত্রদল ও বিএনপি’ও অঙ্গ সংগঠন এর কর্মীবৃন্দ ।
উক্ত ক্যাম্পেইন আয়োজক আরিফুজ্জামান রাজা মোল্ল্যা সাংবাদিকদের বলেন আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরাতে ৩০০ রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ সরবরাহ করব ।