বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

মাগুরাতে কৃষকের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ।

Logo
Desk Report 2 মঙ্গলবার, ০৩ ২০২৪, ৫:০৬ অপরাহ্ণ

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায়২৬৩০ জন কৃষকের মাঝে বোরো ধানের হাইব্রীড বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর বাস্তবায়নে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার আমিনুল, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, সহ প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, কৃষক কে ধানের বীজ বিতরণ একটা উৎসাহ মূলক কাজ। তিনি সদর উপজেলার সমস্ত কৃষকদেরকে অধিক ফলনের জন্য হাইব্রিড ধানের বীজ জমিতে ব্যবহার করে ধান উৎপাদনের আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ড ও ১৩ ইউনিয়নের ২৬৩০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এসএল ৮ এইচ সুপার হাইব্রিড (এফ১) ধানবীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এবং এসএল এগ্রিটেক কর্পোরেশন ফিলিপাইন এর হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …