মোঃ তারিকুল ইসলাম তুহিন,
জেলা প্রতিনিধি, মাগুরাঃ
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১.৩০ মিনিটে মাগুরা শহরের নোমানী ময়দান থেকে মাগুরা জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খানের নেতৃত্বে বিশাল র্যালিতে অংশগ্রহণ করেন সাবেক জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সাবেক জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা,সাবেক পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর, সাবেক জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আইয়ুব হোসেন, সাবেক জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপি’র সদস্য নাজমুল হাসান লিটন, সদর থানা বিএনপি’র আহবায়ক কুতুবউদ্দিন, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ, যুবদলের বিপ্লবী সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ মাগুরা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি মাগুরা শহরের নোমনী ময়দান থেকে শুরু করে চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড় প্রদর্শন শেষে, মনোয়ার হোসেন খান বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছি।
এখন ড. ইউনূস সরকারের কাছে দাবী জানাই, জনগণের প্রয়োজনীয় সংস্কার শেষে অতিদ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের মাধমে গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগনের দাবী পূরণ করবেন।
বক্তব্য শেষে মনোয়ার হোসেন খান শহরের ভায়না মোড়ে বিএনপির অস্থাযী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন এবং বিএনপি’র দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।