
মোঃ রফিকুল ইসলাম
ক্রাইম রিপোর্টার
নোয়াখালীর মাইজদীতে মেঘনা হসপিটালের প্রতিষ্ঠার এক বছর অতিবাহিত হয়েছে। হসপিটালটির বর্ষপূর্তি উপলক্ষে ১০ ই মার্চ ২০২৫ আসরের নামাজের পর প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ২০২৪ সালের ১০ই মার্চ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় হসপিটালটির।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা হসপিটালের চেয়ারম্যান, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আনিছুর জামান (টিটু)।হসপিটালটির ভাইস চেয়ারম্যান মাওলানা আমির হোসেনের পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অত্র হসপিটালের এমডি জনাব রাজু আহমেদ। অত্র হসপিটালের চেয়ারম্যান আনিছুর জামান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ওমর ফারুক,অধ্যাপক ডাক্তার জসিম উদ্দিন, উপদেষ্টা এটিএম মাইনুল কবির, ডি এম ডি আব্দুল্লাহ আল মুজিব, ইএমডি মেহেদী হাসান সাগর, চৌধুরী,পরিচালক এডমিন জিহাদুল ইসলাম জিকু, এএমডি আব্দুল নোমান গনি, ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আমির হোসেন,আর এম ও ডাঃ ফাহাদ বাদশা, সরকারি অধ্যাপক ডাঃ জুয়েল দাস, ডাঃ সৈয়দ কামরুল আহসান চৌধুরী, ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ তাহমিনা আক্তার সুবর্ণা,আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম এরশাদ স্টাফ রিপোর্টার দৈনিক জাতীয় মুক্ত খবর,রফিকুল ইসলাম সোহাগ মোঃ,ক্রাইম রিপোর্টার দৈনিক জাতীয় সরেজমিন বার্তা,শাহাদাত হোসেন ফিরোজ বিশেষ প্রতিবেদক জাতীয় দৈনিক সোনালী কণ্ঠ। এছাড়াও উপস্থিত ছিলেন হসপিটালটির সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, এবং স্টাফ বৃন্দ।উক্ত হসপিটালটির চেয়ারম্যান আনিছুর জামান (টিটু) বলেন হসপিটালটির প্রতিষ্ঠা লগ্ন হতে আমরা সুনামের সাথে,আমাদের পরিচালক বৃন্দ, সুযোগ্য ডাক্তার সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী তথা আমাদের শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা আগত রোগীদের মাঝে আমাদের সর্বোচ্চ সহযোগিতার মনোভাব দিয়ে নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছি। শুধু কেবল ব্যবসায়িক মনোভাব দিয়ে নয় মানবকল্যাণের ব্রত নিয়ে হসপিটালটির যাত্রা শুরু হয়েছে। অসহায় দুস্ত রোগীদের হসপিটাল এর পক্ষ হতে আমরা সর্বোচ্চ ছাড় দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ ডাক্তাররা সব সময়ই রোগীদের সেবায় নিয়োজিত থাকেন।আমাদের এই হাসপাতালে ইনডোর আউট ডোর ও ইসকোনো সহ উন্নত মানের কম্পিউটারাইজড মেশিনে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে উন্নত সেবা দিয়ে থাকি। আমাদের ৪০ জন অভিজ্ঞ ডাক্তার সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। ভবিষ্যতে আরো উন্নত সেবা দানে আমরা বদ্ধপরিকর।সর্বশেষে হসপিটালটির মঙ্গল কামনায় দোয়া ও ইফতার আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটির সমাপ্তি হয়।