সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

মহেশপুর সীমান্তে দেখামিলেছে বিলুপ্তপ্রায় কালোমুখি হনুমান

Logo
ডেস্ক রিপোর্ট রবিবার, ১৭ ২০২৪, ১০:৪১ অপরাহ্ণ

মশিয়ার রহমান টিংকু/মহেশপুরঃ

বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন শ্যামকুড় ইউনিয়ন।এই ইউনিয়নের ভবনগর গ্রামে প্রায় অর্ধযুগধরে বিভিন্ন গাছগাছালি ও খেতেখামারে বিচরন করেআসছে বাংলাদেশ থেকে বিলুপ্তপ্রায় দুইশতাধিক কালোমুখি হনুমান।
প্রায় বছর পাঁচেক আগে পরিবেশ ও জীববৈচিত্রকে ধরেরাখতে স্ব-ইচ্ছায় অনুপ্রনোদিত হয়ে নিজ অর্থায়নে এই কালোমুখি হনুমানগুলির নিয়মিত খাদ্যখাবার খাওয়াতে শুরুকরেছিলেন ভবনগর গ্রামের নাজমুল হোসেন।পেশায় তিনি একজন সংবাদকর্মী,পাশাপাশি তিনি কৃষিকাজ’ও করেন নিজ জমিতে।কালোমুখি হনুমানগুলিকে নিয়মিত দেখাশুনা করতে করতেই সে একসময় এলাকায় পশুপ্রেমিক নামে পরিচিত হয়ে ওঠে।
হনুমানগুলিকে আয় আয় বলে ডাক দিলেই তার কাছে নির্ভয়ে খাবার খেতে ছুটে আসে পাল ধরে।সেইথেকে হনুমানের সাথে ধীরে ধীরে সখ্যতা গড়েঠে নাজমুল হোসেনের।
বিভিন্ন মিডিয়া ও পত্রপত্রিকায় বিষয়টি উঠেএলে নজরে আসে মহেশপুর উপজেলা বনবিভাগের কর্মকর্তা গনের।গত ২০২০ সালের মাঝামাঝি সময়থেকে বন ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবে কিছু আর্থের বাজেট করাহয় এই কালোমুখি হনুমানের খাবার খাওয়ানোর জন্য।
পশুপ্রেমিক নাজমুল হোসেন জানান,হনুমানের জন্য প্রতিদিনের যে খাদ্যের বাজেট তা দুইশতাধিক হনুমানের জন্য খুবই স্বল্প বাজেট।যদি আরোকিছু খাদ্য বাড়িয়ে দেওয়া হয় তাহলে একদিকে যেমন একবেলা হলেও পেটপুরে খাবার পাবে হনুমানগুলি অপরদিকে এলাকার চাষীদের ফসলাদিতে হনুমানের উপদ্রবও কমেযাবে।পরিবেশের ভারসম্যরক্ষার পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র রক্ষাপাবে বলে মনেকরেন এলাকাবাসী।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন,জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলহরা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এর সামনে রাস্তার সংলগ্ন সরকারি জায়গা থেকে ঐ …

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …