মোঃমশিয়ার রহমান টিংকু,মহেশপুর প্রতিনিধি:
বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত দেশজুড়ে তৃতীয় ধাপের টানা দুইদিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে জামাত বিএনপি।
এসময় বিভিন্ন সড়কে গাড়ী ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ড সহ জামাত বিএনপির নানা রকমের নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সরাদেশের ন্যায় কঠোর অবস্থানে রয়েছে ঝিনাইদহের মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ি পুলিশের সদস্যগন।দেখাগেছে উপজেলার সীমান্তবর্তী এলাকার দত্তনগর-জিন্নাহনগর প্রধান সড়কের গুড়দাহ বাজার সহ প্রধান সড়কের গুরুত্ত্বপূর্ণ স্থানে পুলিশের বিশেষ নজরদারি ও টহল অহ্বাহত রয়েছে।দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই(নিরঃ)আশিষ দাস জানান-জনসাধারনের নির্বিঘ্নে চলাচল ও জানমালের নিরাপত্তার লক্ষে,ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃআজিম-উল-আহসান ও মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শামিম খন্দকারের কঠোর দিকনির্দেনায়
দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমি এস আই(নিরঃ)আশিষ দাসের নেতৃত্বে এ এস আই(নিরঃ) আল ইমরান ও এ এস আই (নিরঃ)জসিম উদ্দিন সহ সঙ্গীয় পুলিশ সদস্যের সার্বক্ষণিক নজরদারি ও টহল অহ্বাহত রেয়েছে।তবে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ধাপের জামাত বিএনপির ডাকা অবরোধে মহেশপুর দত্তনগর-জিন্নাহনগর সড়কের আশেপাশের কোথাও অবরোধ পালন করতে পারিনী জামাত বিএনপির কেহই।এই সড়কে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখাযায়নি এবং মহেশপুর-দত্তনগর-জিন্নানগর প্রধান সড়কে যানবাহন চলাচল ও এলাকার পরিস্থিতি সাভাবিক রয়েছে বলে জানান দত্তনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিরঃ)আশিষ দাস।
ADVERTISEMENT