খাদেমুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো-
মেয়র মহিউদ্দীন চৌধুরীকে আপনারা নগরের সেবা করার জন্য নির্বাচিত করেছেন ৩ বার। আমি আপনাদের বলছি মহিউদ্দিন বাচ্চু আমাদের হাতে গড়া সন্তান। চট্টগ্রাম ১০ আসন এলাকায় উন্নয়ন অব্যাহত রাখতে মহিউদ্দীন বাচ্চুকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আগামী জাতীয় নির্বাচনে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ করেন তিনি। আসন্ন ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনে সংসদ সদস্য পদে উপ নির্বাচনের প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
বুধবার (১৯ জুলাই ) বেলা ১২ টার দিকে চট্টগ্রামের হালিশহর লাকী স্কয়ার কমিউনিটি সেন্টারে ১১নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ও
আসন্ন ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনে সংসদ সদস্য পদে উপ নির্বাচন হতে যাচ্ছে। উক্ত আসন থেকে নৌকা মার্কায় মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু। দলীয় প্রচারনার অংশ হিসেবে সভায় ১১নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি শিরিন আক্তার চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১০ আসন হতে নৌকা মার্কায় মনোনয়ন প্রাপ্ত মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কার্যকরি সদস্য ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরি, সাবেক ছাত্রনেতা এমইএস কলেজের সাবেক জিএস এরশাদুল আমিন, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন ইলিয়াস, চট্টগ্রাম মহানগর সেচ্চাসেবক লীগের সভাপতি দেবাশিষ পাল দেবু, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা নিলু নাথ, দক্ষিন কাট্টলি ১১, ২৫, ২৬ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি।
অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরি তার বক্তব্যে হালিশহর ফইল্ল্যাতলী বাজার থেকে হরি মন্দির সহ রাসমনি ঘাটের রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরেন। অতি দ্রুত এ রাস্তা সহ দক্ষিন কাট্টলীর যাবতীয় জন গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন।
নৌকার প্রার্থি মহিউদ্দীন বাচ্চু তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমি বিগত ৪০ বছর বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি আমি করোনা মহামারি সহ ঈদ-পুজোয় মানুষের পাশে সহযোগিতার চেষ্টা করি আপনারা যদি আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বাজেটের সুষম বন্টনের মাধ্যমে এলাকার উন্নয়ন করব।
এছাড়া অনুষ্ঠানে আওয়ামী মহিলা লীগ,ছাত্রলীগ যুবলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।