
মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর বাড্ডা ভাটারায় বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ঢাকা -১১ সংসদীয় আসন যুবলীগ নেতাকর্মীরা।
আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে ২৭ অক্টোবর শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা-১১ সংসদীয় আসনের যুবলীগ।
বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান ও সহ-সম্পাদক নাজমুল । আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম সোহেল , ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেন।
শাহজাদপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সুবাস্ত মার্কেট এর সামনে এসে শেষ হয়।
এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগরের শীর্ষ নেতৃবৃন্দরা।
২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহারাজ ভূঁইয়া মেরাজ তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ শান্তি সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাসী দল আমরা যুবলীগ তারই অনুসারী। দেশের জনসাধারণসহ তাদের জানমাল নিরাপদ রাখা আমাদের রাজনৈতিক দায়িত্ব।
স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নাম করে বার বার দেশকে অরাজকতার দিকে ঢেলে দিতে চায়।তারা নৈরাজ্য সৃষ্টির যতো চেষ্টা করুক আমরা যুবলীগ তা প্রতিহত করবো। তারা সমাবেশের নামে লোকজন জড়ো করতে নানা রকম কৌশল অবলম্বন করে যাচ্ছে ।
জনসাধারণকে সকল ক্ষতিসাধন থেকে নিরাপদ রাখা আমাদের রাজনৈতিক কর্তব্য। অপ্রীতিকর কোন কর্মকাণ্ড ঘটাতে চেষ্টা করলে আমরা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা তৃণমূল পর্যায় থেকে তাদের প্রতিহত করবো।
আমাদের মহানগরের রাজনৈতিক যেমন দিক নির্দেশনা দিবে আমরা সে অনুযায়ী সকল উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করবো।
আগামীকাল তাদের আহুত সমাবেশ গিড়ে যুবলীগ মাঠে থাকবে জনসাধারণের সকল ধরনের নিরাপত্তা দিতে ।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উত্তর যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ ২১ নং ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীরা।