
মোঃ রিপন হাওলাদার:
রাজধানীর গুলশানে শান্তি শোভাযাত্রা ও মিছিল করেছে ঢাকা -১৭ সংসদীয় আসনের যুবলীগ নেতাকর্মীরা।
আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের মহাসমাবেশ সফল করতে ২৭ অক্টোবর শুক্রবার বিকালে এ শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করে ঢাকা-১৭ সংসদীয় আসনের যুবলীগ।
শান্তি শোভাযাত্রা ও মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান ও উপ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামীম হোসেন ও মহানগর উত্তর যুবলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা।গুলশান ২ নং গোলচত্বর থেকে শান্তি মিছিলটি শুরু হয়ে ১ নং গোলচত্বরে এসে শেষ হয়।
এসময় সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর নেতৃবৃন্দরা।
১৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির হোসেন শান্ত তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ রাজনৈতিক দল আমরা যুবলীগ তারই অনুসারী। দেশের জনসাধারণসহ তাদের জানমাল নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নামে দেশকে অরাজকতার দিকে ঢেলে দিতে তাদের লোকজন জড়ো করতে নানা রকম কৌশল অবলম্বন করছে ।
জনসাধারণের ক্ষতিসাধন হয় এমন কর্মকাণ্ড ঘটাতে চেষ্টা করলে আমরা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা তৃণমূল পর্যায় থেকে তাদের প্রতিহত করবো। আমাদের মহানগরের রাজনৈতিক অভিভাবকরা যেমন নির্দেশনা দিবে আমরা সে অনুযায়ী সকল উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করবো।
আগামীকাল তাদের আহুত সমাবেশ গিড়ে যুবলীগ মাঠে থাকবে জনসাধারণের নিরাপত্তা দিতে।
শান্তি শোভাযাত্রা ও মিছিলে যুবলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা এসময় স্বতফূঃত ভাবে অংশ গ্রহণ করে।