চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-১৬ জুলাই’ ২০২৪ ইং
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের সাথে সভা করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার বিকালে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় মেয়র বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে অযান্ত্রিক প্যাডেলচালিত রিক্সাগুলোর জন্য কিউআর কোডযুক্ত ডিজিটাল লাইসেন্স প্লেট চালু করা হয়েছে। রিকশাগুলো এ লাইসেন্স গ্রহণ করলে কোন যাত্রী সমস্যায় পড়লে লাইসেন্স নাম্বার দিয়ে রিকশাচালক, রিকশামালিককে চিহ্নিত করা যাবে। আবার কোন রিকশাচালক দুর্ঘটনা বা অপরাধের শিকার হলে তিনিও দ্রুত সহায়তা পাবেন। এজন্য যে সমস্ত অযান্ত্রিক রিকশা লাইসেন্স নেয়নি তাদের দ্রুত লাইসেন্স নিতে হবে। এসময় মেয়র রিকশাচালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা নিশ্চিতে রিকশা চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পাশাপাশি আইন মেনে চলার পরামর্শ দেন।
সভায় চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অনিবন্ধিত ব্যাটারি চালিত অবৈধ রিকশা বন্ধের দাবি জানিয়ে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিবন্ধন ছাড়া নগরীতে যেসব রিকশা চলছে সেগুলো বন্ধে অভিযান চালাতে হবে। প্যান্ডেল চালিত অবৈধ রিকশা ও ব্যটারি চালিত রিকশা উচ্ছেদে আদালতের রায় বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে ব্যাটারি চালিত রিকশা নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যত্রতত্র অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে রিকশা চালানোর ফলে দূর্ঘটনায় পতিত হয়ে বিপুল পরিমাণ যাত্রীকে হতাহত হচ্ছে। বিদ্যুৎ সঙ্কটের কারণও এই ব্যাটারি রিকশা। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারী চালিত রিক্সায় চার্জ দেয়া হয় এতে করে সরকার রাজস্ব্য হারাচ্ছে। এমনকি সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি সহ পরিবেশ দুষন করে যাচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। তাই বক্তাগণ দ্রুত ব্যাটারি চালিত রিকশা বন্ধের অনুরোধ জানান। পরে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি সম্বলিত একখানা স্মারকলিপি সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী হাতে হস্তান্তর করেন।
সভায় বক্তব্য রাখেন রিকশা চালক ও মালিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী, সভাপতি আবদুল কাদের মজুমদার, সহ সভাপতি খুরশিদ আলম, মহিবউল্লাহ, নুরুল আলম জিকু, তছলিম কোম্পানী, মো. জসিম কোম্পানী, মো. আফিস মাহমুদ আকতার, সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মোস্তফা, মো. সোলাইমান শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল, অর্থ সম্পাদক মো. আলী, মঈনুদ্দিন হাসান, দপ্তর সম্পাদক মো. সফিকুল ইসলাম, মো. উরিদ মিয়া, প্রছার সম্পাদক আবদুল করিম, আইন বিষয়ক সম্পাদক মো. ইব্রাহিম কোম্পানী।