
সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে সামাজিক দ্বন্দ্ব নিরসন বিষয়ক ডায়লগ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ মিটিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো: সাঈদ হাসান তরফদার শাকিল। অহিংসা প্রকল্পের সিএসও সদস্য সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিং এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া, অহিংসা প্রকল্পের শান্তি সহায়ক কর্মকর্তা আনন্দ শীল প্রমুখ।