মোঃ রিপন হাওলাদার/দেলোয়ার হোসেন
রাজধানীর মহাখালী ও ভাটারা থানার জোয়ার সাহারা এলাকায় মোবাইল কোর্ট এর মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজউক।
৩০ মে বৃহস্পতিবার জোন- ৪/১ এর আওতাধীন মহাখালী ও জোয়ার সাহারা এলাকার নির্মাণাধীন দুটি ভবনে এই অভিযান পরিচালনা করে মহাখালী রাজউক আঞ্চলিক কার্যালয়।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে মহাখালী এলাকার নকশার নিয়ম ভঙ্গ করা নির্মাণাধীন সাত তলা একটি ইমারতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে ভবনের আংশিক অংশ অপসারণ করা হয় এবং সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ করা হয়।
এ সময় ভবন মালিক ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
অভিযানে ভাটারার জোয়ারসাহারা এলাকার অপর একটি ভবনে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে ভবন মালিকের নিকট থেকে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবন মালিক ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ ব্যতিরেকে কোন প্রকার নির্মাণ কাজ করবেন না মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেন।
উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন জোন-৪/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী ইমরুল হাসান্, সহকারী অথরাইজড অফিসার,প্রধান ইমারত পরিদর্শক,সংশ্লিষ্ট এলাকার ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাগনসহ সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যরা।