
দেলোয়ার হোসেনঃ
রাজধানীর বনানী থানার হত্যা মামলায় অভিযুক্ত পলাতক মোঃ রুবেল ওরফে ফাডা রুবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানা পুলিশ।
আজ শুক্রবার শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বনানী থানা পুলিশের একটি দল।
গত ২৫ সেপ্টেম্বর ২৪ রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহাখালী সাততলা আদর্শনগরের বাসিন্দা মধু ভান্ডারীকে গুরুতর আঘাত করে হত্যা করে একই এলাকার রুবেল। এ ঘটনায় ওই দিনই বনানী থানায় একটি হত্যা মামলা রুজু হয়। হত্যাকান্ডের পর শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় আত্মগোপন করে রুবেল।
হত্যা মামলার অভিযুক্ত রুবেলকে গ্রেফতারে জোর তৎপরতা চালায় বনানী থানা পুলিশ। এরপর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান সনাক্ত করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। উক্ত বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ রাসেল সরোয়ার অামাদের প্রতিনিধিকে জানান বনানী এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক ও সুষ্ঠু রাখার জন্য বনানী থানা পুলিশ বাহিনী সর্বদা জাগ্রত