শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

মলম পার্টির খপ্পরে একই পরিবারের ৫জন সদস্য,অজ্ঞান করে অর্থসহ স্বর্ণালংকার লুট।

Logo
ডেস্ক রিপোর্ট শনিবার, ২৯ ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি।

দশমিনা উপজেলায় মলম পার্টির খপ্পরে সর্বশান্ত হয়েছে একই পরিবারে পাঁচ সদস্য। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে রনগোপালদী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আউলিয়াপুর গ্রামে সেরাজ হাওলাদার বাড়িতে একই পরিবারের পাঁচ জনকে রাতে নানা কৌশলে চেতনানাশক খাইয়ে আনুমানিক ১০ ভরি স্বর্ণালংকার ও তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে বলে যানা যায়। অজ্ঞান ব্যক্তিরা হলেন, মো. আলমগীর হাওলাদার (৬০), শাহনাজ বেগম (৫০), সাথী আক্তার (৩৫), মানসুর হাওলাদার (২৫) ও মাহিন হাওলাদার (২৩) ও ছোট শিশু শামিনা (৬) এর ডাক চিৎকারে শুক্রবার সকালে প্রতিবেশিদের সহযোগীতায় সকাল সাড়ে ৮ টার দিকে অজ্ঞান অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী সাথী আক্তার বলেন,
বৃহস্পতিবার রাতের খাবার পুর্বে কোন এক সময় বসত ঘরের সবার অগোচরে ভাতের সাথে অজ্ঞান পার্টি অজ্ঞান করার ঔষধ
মিশিয়ে আমাদের অজ্ঞান করে ঘর থেকে ১০ভরি স্বর্ণাংকার ও ৩লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
আরো জানা গেছে, উপজেলার রনগোপালদী ইউনিয়নে চরঘূনী এলাকা, রনগোপালদী বাজার এলাকায় এবং আউলিয়াপুর গ্রামে গত কয়েকদিনে অন্তত: পাঁচ থেকে ছয়টি বাড়িতে এভাবে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মলম পার্টির সদস্যরা মুহুর্তেই কি করে ফেলে তা আমরা বুজতেই পারি না। একই বাড়ির মামা সম্পর্কে নিরব হোসেন বলেন,তার মা’ ভাগনিদের বাসার দরজা খোলা দেখে মা আমাকে ডাকলে আমি পাশের বাড়ির আত্বীয় স্বজন লোকজন ডেকে বাসায় ডুকে দেখি সবাই অসুস্থ। তিনি আরো বলেন, সব কিছু এলোমেলো হয়ে আছে পরে যানাযায় টাকা পয়সা,এবং সোনা গহনাসহ সব কিছু লুট করে নিয়ে গেছে।
এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে আর আমাদের পুলিশের একটি টিম ইতিমধ্যে কাজ করতেছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলবি হোসেন বলেন মলম পার্টির খপ্পরে পরেছে এমন পাঁচজন রোগী এসেছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করে ভর্তি করা হয়েছে। মলম পার্টির খপ্পরে পরে এপর্যন্ত ৭জন রোগী ভর্তি হয়েছে।

ADVERTISEMENT

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টার: নরসিংদীর শেখেরচরে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২)নামে একজন গুলিবিদ্ধ …