বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় জেন দুর্নীতির আখড়া

Logo
Desk Report 2 বুধবার, ১১ ২০২৪, ৪:৫৩ অপরাহ্ণ

মো: আমিরুল ইসলাম হিরা,

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলা পলাশতলীআমিরাবাদ উচ্চ বিদ্যালয় জেন দুনীতির আখড়া এখানের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম কাজল মাস্টার, তিনি বিখ্যাত নিয়োগ-বাণিজ্যের জন্য। তিনি দাখিল মাদ্রাসা ও হাইস্কুল নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছেন। তার ছোট ভাই আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম কে ভুয়া,বিএড ও নিবন্ধন সনদে চাকরি করার সুযোগ করে দিয়েছেন। আরো মোটা অংকের টাকার বিনিময়ে সহকারি শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন মাস্টার কে অন্য প্রতিষ্ঠানে কমার্সের ডিপার্টমেন্টের চাকরি হওয়ার পরও তার প্রতিষ্ঠান আমিরাবাদ হাই স্কুলে ইংরেজি ডিপার্টমেন্টে নিয়োগ দেন। অথচ ইংরেজি ডিপার্টমেন্টে নিয়োগ নেয়ার মত তার কোন যোগ্যতাই নেই। সবকিছু হয়েছে মোটা অংকের অর্থের বিনিময়ে। এবং ১/হাই স্কুলের চারজন দপ্তরী, অফিস সহকারি, ল্যাব সহকারি, হতে ৬০ লক্ষ টাকা নিয়েছে।
২/দাখিল মাদ্রাসা হতে সুপার, সহ সুপার , কম্পিউটার ডিপার্টমেন্টের অপারেটর
,অফিস সহকারী নিয়োগে প্রায় এক কোটি টাকা নিয়েছে।
৩/ পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ের জমিতে মার্কেট প্রতিষ্ঠা করে নিজে ভাড়া তুলে পারিবারিক কাজে ব্যয় করে।
৪/ পলাশতলী বাজার হাফিজিয়া মাদ্রাসা, বাজার মসজিদ, প্রাইমারি স্কুল হতে অনেক টাকা মেরে দিয়েছে।
এসএসসি জেএসসি সনদ উত্তোলন করতে গেলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫ ০০ টাকা ধার্য করা হয় টাকা না দিতে ইচ্ছুক প্রকাশ করলে প্রধান শিক্ষক উত্তরে বলে তোমরা যে পর্যন্ত দৌড় আছে যেতে পারো সার্টিফিকেট বা সনদ নিলে টাকা ৫০০ লাগবে।
১৩০০ ষষ্ঠ শ্রেণি)১৪০০ সপ্তম শ্রেণী/১৫০০ নাইন টেন
উপজেলা শিক্ষা অফিসার কমিয়ে ৪৮০/ করছে
বাকি টিকা বেক দিতে বলেছে
সমস্ত টাকা একলা আত্মসাত করেছে কিন্তু সকল শিক্ষকে জোর/বল পূর্বক টাকা দেওয়ার জন্য হয়রানি করা হচ্ছে
সকল শিক্ষকেরা কাজল স্যার এর কাছ থেকে রক্ষা আমরা চাই।
আরো সরজমিনে বেপক দুর্নীতিবাজ সাইফুল ইসলাম উরফে জোয়ারো সাইফুল কে আগামী কমিটিতে সভাপতি করে তার ভাই আতিককে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত শিক্ষক শুন্যপথ পূর্ণ করবে বা করার জন্য পাইতারা চালাচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরজমিনের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এলাকা বাসি গণদাবি সুষ্ঠু তদন্ত করে আইনগত বিচারের জন্য অনুরোধ করা জানাচ্ছেন
মনে হয় সকল সঠিক তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে সত্য প্রমাণিত হবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …