মোঃআমিরুল ইসলাম হিরা
ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া,উপজেলা জেলা পরিষদের জমি জবরদখল হওয়ার খবর প্রকাশিত হওয়ায় নব্বই বছর পর জেলা পরিষদের কর্মকর্তাদের ঘুম ভেঙেছে।
জেলা পরিষদের জবরদখলকৃত জমি উদ্ধারের জন্য গতকাল সোমবার জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ ফিরোজ হোসেন, সহকারি কমিশনার ফুলবাড়িয়া কার্যালয়ের সার্ভেয়ার মোঃ হুমায়ুন কবির খান ও মোঃ লুৎফুর রহমান সহকারি তহশিলদার ফুলবাড়িয়া এর নেতৃত্বে উল্লেখিত অবৈধ জবরদখলকৃত ভূমি সরেজমিনে মাপ যোগ করে সিমানা নির্ধারণ পূর্বক জেলা পরিষদের মালিকানা সম্বলিত একখানা সাইনবোর্ড স্থাপন করে জমি দখলে নেন।
জমি উদ্ধার হওয়ায় এলাকাবাসী খুবই উৎফুল্ল হয়ে সরকারকে ধন্যবাদ জানান।