
ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
ময়মনসিংহে থেকে নিজস্ব প্রতিবেদকঃমোঃ আমিরুল ইসলাম হিরাঃ (ময়মনসিংহ)
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বকশীমুল জোরপূর্বক জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বকশীমুল জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও জমির পাশে থাকা ৫ফিট উচু ৮ টি পিলার সাইনবোর্ড উঠিয়া নিয়ে যাই অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যা ১৬জুলাই) তারাকান্দা উপজেলা বকশীমুল ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূক্তভোগী মো: সিরাজুল ইসলাম.বাদী হয়ে ইবনে কাশেম। গোলাম মোস্তফা শাকিব মিয়া বিরুদ্ধে তারাকান্দা থানায় এ অভিযোগটি দায়ের করেন।
থানায় দায়ের করা জমির মালিক ভূক্তভোগী মো:সিরাজুল ইসলাম অভিযোগ থেকে জানা যায়,তারাকান্দা বকশীমুল ৫নং ওয়ার্ড এলাকায় মৌজা বকশীমুল জেএলনং ১৯৮ খতিয়ান নং১৪২ বি আর এস নং২৩৬ খারিজ খতিয়ান। নং ৬৫৯ দাগ নং ২১৬. ১২ শতাংশ জমি ভূমি করে শান্তিপূর্নভাবে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু (শনিবার সন্ধ্যা ১৬জুলাই) প্রতিপক্ষের লোকজন পাশের এলাকার মৃত নুরুল ইসলাম ছেলে ইবনে কাশেম (৪০) গোলাম মোস্তফা (৩৮) ওরফে গোলাম মোস্তফা (৩৮) গোলাম মোস্তফা ছেলে শাকিব মিয়া লোক এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার দখলি জমিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে জমির পাশে থাকা ৫ফিট উচু ৮ টি পিলার। সাইনবোর্ড উঠিয়া নিয়ে যাই এ সময় ইবনে কাশেম ওরফে কাশেম বাহিনী তান্ডব চালিয়ে ৫ফিট উচু ৮ টি পিলার উঠিয়া নিয়ে যাই জমির মালিক কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে
এ সময় জমির মালিক। সিরাজুল ইসলাম.বাধা দিতে চাইলে প্রতিপক্ষের লোকজন সিরাজুল ইসলামকে উক্ত জমিতে কখনো প্রবেশ করলে তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণে মেরে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।