মোঃ আমিরুল ইসলাম হীরা
ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদকঃ
কাবেরী জালাল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে অতিসম্প্রতি যোগদান করে ফুলবাড়িয়াবাসির কাছে আপনজন হিসেবে পরিনত হয়েছেন।
ফুলবাড়িয়াবাসী জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার বিভাগীয় সম্পাদক মোঃআমিরুল ইসলাম হিরাকে জানান সরেজমিনে তদন্ত করে জানা যায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল প্রশাসনিক ভাবে কঠোরতা অবলম্বন করলেও এর বাইরে ফুলবাড়িয়াবাসির সাথে তার রয়েছে নিবিড় টান্।
তিনি ফুলবাড়িয়ার যে কোন মানুষকেই নিমিষেই আপন করে নেওয়ার সক্ষমতা রাখেন যা ফুলবাড়িয়াবাসির কাছে সৌহার্দ্য ও সম্প্রীতির অনণ্য দৃষ্টান্ত বলে ফুলবাড়িয়ার মানুষ মনে করেন।
প্রশাসনিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল একজন দক্ষ বিচক্ষন সেই সাথে সৎ অফিসার হিসেবে নিজেকে পরিনত করেছেন যা সমগ্র ফুলবাড়িয়া এলাকায় গ্রহনযোগ্যতা পেয়েছে। এ জন্যে ফুলবাড়িয়ার জনতা খুশি।
ফুলবাড়িয়াবাসি আরও জানান উপজেলার নির্বাহী অফিসার একটি জনস্বার্থে নিবেদিত একটি ক্যারিশম্যাটিক পদ সে হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ফুলবাড়িয়ার জনস্বার্থেই তার প্রশাসনিক আওতাধীন কাজগুলো সর্বোত্তম ভাবেই করে যাচ্ছেন।
জানাগেছে ইতোমধ্যে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বেশকিছু অবৈধ সরকারি ভূমি দখলবাজদের কাছ থেকে মুক্ত করেছেন যা সর্বমহলে দারুনভাবে গ্রহনযোগ্যতা পেয়েছে।
ফুলবাড়িয়া উপজেলার অধিবাসীরা আশাপ্রকাশ করে জানান ফুলবাড়িয়াতে আরও অনেক সরকারি খাসভূমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোও ফুলবাড়িয়াবাসির নির্ভরযোগ্য নির্বাহী অফিসার কাবেরী জালালের মাধ্যমেই খুব শীঘ্রই মুক্ত হবে।