
ময়মনসিংহে শাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদনঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ
ময়মনসিংহে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নির্যাতনে শাহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। রবিবার সকালে নগরীর প্রেসক্লাবের সামনে নিহতের স্বজন ও প্রায় দুই শতাধিক এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা বলেন, মাসকান্দা ময়নার মোড়ে ভুয়া লাইসেন্সবিহীন সময় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে নির্মমভাবে শারীরিক অত্যাচার করে হত্যা করে শাহীনকে। নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান আশিকুর রহমান আশিক ও রাজুর বিরুদ্ধে মামলা হলেও এখনো ওঁরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নিহতের মা শেফালী আক্তার বলেন, আমার ছেলে তরিকুল ইসলাম শাহীন নেশাগ্রস্ত হয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে। এ অবস্থায় ২ নং আসামী রাজু মিয়ার পরামর্শে গত ১১ জুলাই সময় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করাই। নিরাময় কেন্দ্রে ভর্তি করার পর আমার ছেলের সাথে দেখা করতে গেলে সে জানাত তাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতনসহ ঠিকমতো খাবার দিত না। কিন্তু আমি আমার ছেলের কথা না শুনে তার সুস্থতার কথা চিন্তা করে চলে আসতাম। ঘটনার দিন গত ২৮ জুলাই রাত আনুমানিক ১ টার দিকে ১ নং বিবাদী আশিকুর রহমান আশিক আমাকে ফোন করে বলে যে, আপনার ছেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি। তখন আমি এই সংবাদ পেয়ে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে শাহিনের মৃতদেহ পড়ে আছে। তখন আমি কর্তব্যরত ডাক্তারকে জিজ্ঞেস করলে তিনি জানান, আমার ছেলে অনেক আগেই মারা গেছে। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এ প্রসঙ্গে মামলার তদন্তকারী সাব-ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমান জানান, ১ নং আসামি বিজ্ঞ আদালত থেকে জামিনে আছে। ২ নং আসামিসহ পলাতক অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- মসিকের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি স্বপন কুমার ঘোষ, ১৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা আবু তালেব সিকদার, ১৩ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বপন সরকার, নিহতের স্ত্রী শাহানাজ, নিহতের ছোট ভাই শাকিল, মামা মোঃ হালিম, ১৩ নং ওয়ার্ড যুব মহিলা লীগের আহবায়ক মাসুমা আক্তার রত্নাসহ প্রমূখ।