ময়মনসিংহে ময়লাকান্দা থেকে গুলবাগ রোড;
সবুজায়নে বদলে গেল চিত্র।
ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদনঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ
ময়মনসিংহ নগরীর ২৮ নং ওয়ার্ডের ফুলবাড়িয়া নতুন বাসস্ট্যান্ড এলাকার সড়কজুড়ে আবর্জনায় মানুষের চলা ছিল দায়। এখন সেই রাস্তা ও দেয়ালগুলো যেন ছবির মতো। বাহারি সবুজ গাছ, ফাঁকে ফাঁকে হরেক রঙের ফুল। কংক্রিটের পরিচ্ছন্ন রাস্তার পাশে অলংকৃত টবে সবুজ গাছ, রঙিন ফুল চোখ আর মনে প্রশান্তি এনে দিচ্ছে। দেয়ালের নান্দনিকতার সুরভি ছড়াচ্ছে পুরো এলাকাজুড়ে। ইট আর কংক্রিটে এ যেন বহুমাত্রিক রূপ। আর এ রূপে মুগ্ধ নগরীর অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারাও।চিত্রকরের ছবিকেও যেন হার মানায় ময়মনসিংহ নগরীর ময়লাকান্দার দেয়ালগুলো। স্থানীয়দের কাছে ময়লাকান্দা এখন গুলবাগ সড়ক নামে পরিচিত। ময়মনসিংহ নগরীর ২৮ নং ওয়ার্ডের এই এলাকায় নিম্ন আয়ের মানুষের বসবাস। এলাকার ভেতরের ভাঙা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেছে সিটি কর্পোরেশন। সংস্কারের পর আবর্জনায় নোংরা হয়ে থাকা নতুন এই সড়ক ও ড্রেনটি ঝকঝকে হয়েছে। ঝকঝকে এলাকাটিকে টিকিয়ে রাখতে সড়কের দুইপাশের দেয়ালগুলোতে বাগান করার পরিকল্পনা শুরু করেন গুলবাগ সমাজ সংঘের সভাপতি মোঃ ওমর শরীফ। অবশ্য এই এলাকার বাসিন্দা মোঃ ওমর শরীফ অনেক আগে থেকেই তার বাসায় সবুজায়ন শুরু করেন। এরপর নিজস্ব অর্থায়নে পুরো এলাকাটিকে নান্দনিক করে গড়ে তোলার পরিকল্পনা শুরু করেন। নিজের এলাকাকে সুন্দর রাখতে, আগামী প্রজন্মকে সুন্দর মানসিকতা নিয়ে বেড়ে উঠতে দেয়ালগুলোতে সবুজায়ন করার পরিকল্পনায় সাধুবাদ জানান এলাকার বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, গত কয়েকমাসের ছোট এই উদ্যোগে এখন প্রায় ৫০০ মিটার সড়কের দুই পাশ হয়ে উঠেছে নান্দনিক। বিভিন্ন রঙের ঝুড়ি, বালতি, মগ ও টবগুলোকে তার দিয়ে দেয়ালের সাথে আটকানোর ব্যবস্থা করে তাতে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। গাছগুলোর কোনোটি পাতায় সৌন্দর্য, কোনোটি সুরভি ছড়াচ্ছে ফুলে। রাতের হাসনাহেনা মোহিত করে পুরো এলাকাকে। আবর্জনার তীব্র গন্ধ এখন আর নেই। অথচ ক’দিন আগেও আবর্জনার গন্ধে যে এলাকায় টেকা দায় ছিল, সে এলাকায় এখন ফুলের সুরভি ছড়ায়। স্থানীয় বাসিন্দারা জানান, গাছগুলোকে টিকিয়ে রাখতে ছোট-বড় সবাই খুবই উদ্যোগী। সবাই নিজেদের এলাকার বাগানকে বড় করার প্রতিযোগিতায় নেমেছে। অনেকে এখন ছুটে যান সেখানে উদ্যোগটি দেখতে, ছবি তুলতে। এতে খুশি এলাকার শিশু-কিশোররাও। স্থানীয় বাসিন্দা রইস উদ্দিন বলেন, আগে রাস্তার দুই পাশে সবাই ময়লা ফেলত। এখন রাস্তাও সুন্দর হয়েছে এবং দেয়ালগুলোতে গাছ লাগিয়ে সুন্দর করা হয়েছে। এতে সড়কের চেহারাই পাল্টে গেছে। এ বিষয়ে উদ্যোক্তা ওমর শরীফ বলেন, এলাকা নিয়ে মানুষের ধারণা পাল্টে দিতে, আগামী প্রজন্মকে সুন্দর নগরী উপহার দিতে এবং পরিবেশকে সুন্দর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক গাছ ঝুলছে দেয়ালে দেয়ালে। অনুপ্রাণিত হয়ে প্রত্যেকেই এখন গাছ কিনে এনে ঘরের সামনে ও সড়কে লাগাচ্ছেন। ইচ্ছে থাকলেই একটি এলাকার চিত্র পাল্টে দেওয়া যায় এটিই তার প্রমাণ। নতুন প্রজন্ম নতুনভাবে বেড়ে উঠবে। তারাও এর ধারাবাহিকতা রক্ষা করবে বলে আশা করি। বুধবার বিকেলে ময়লাকান্দা নাম থেকে গুলবাগ রোড নতুন নামে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। পরিদর্শনকালে তিনি বলেন, এই এলাকার খুবই খারাপ অবস্থা ছিল। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তা নির্মাণ করেছি। নিরাপত্তার জন্য সড়কবাতি স্থাপন করেছি। যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তারা নিজ উদ্যোগে এই অবহেলিত এলাকারটিকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে রূপ দিয়েছে। আর এটিকে টিকে রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা আশা করবো নগরীর বাসিন্দারা তাদের বাসা বা এলাকাকে সবুজ ও ফুল দিয়ে সাজিয়ে তুলবেন। তাতে সুন্দর ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়ছার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত নারী কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, সিনিয়র সিটিজেনশীপ এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মান্নান পাঠান, সাধারণ সম্পাদক ইঞ্জি: জি.এম আফাজ উদ্দিন, মহানগর যুবলীগ নেতা মাহবুব আলম রাপেল, হৃদয়, সজল, জীবন, জাকির হোসেন, পিয়াস ও সোহাগসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।