বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ময়মনসিংহে মমেকহা’য় কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের উদ্বোধন করলেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

Logo
Sorejominbarta সোমবার, ১১ ২০২৩, ১:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহে মমেকহা’য় কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের উদ্বোধন করলেন: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ময়মনসিংহ থেকে নিজস্ব প্রতিবেদনঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে “জন্মগত বধিরতা দূরীকরণ কর্মসূচি”র আওতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। রবিবার সকালে হাসপাতালের নাক, কান, গলা ও হেডনেক অপারেশন থিয়েটারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি। এরপর মমেকের অডিটোরিয়াম-২ এ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর আলম খান বিপ্লবের সঞ্চালনায় উদ্বোধন উপলক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালে উপ-পরিচালক ডা. মোঃ জাকিরুল ইসলাম। কক্লিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের ভিডিও চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোঃ জাকারিয়া সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আব্দুল কাদের, বিএমএ ময়মনসিংহ জেলার সভাপতি ডা. মোঃ মতিউর রহমান ভূঁঞা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (কেন্দ্রীয় কমিটি)-র সহ-সভাপতি অধ্যাপক ডা. মির্জা নজরুল ইসলামসহ প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী রেজা সিদ্দিকী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল কাইয়ুম, জেলা যুবলীগের আহবায়ক আজহারুল ইসলাম, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সালেহ আহমেদ মুকুল, জেলা যুবলীগের সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেলসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজের কর্তব্যরত ডাক্তার, নার্স, কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …