ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ: যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা
ময়মনসিংহ থেকে নিজস্ব সংবাদদাতা প্রতিবেদনঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর ৩২ নং ওয়ার্ডের চর কালিবাড়ী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ও চাঁদা না দেওয়ায়
আব্দুল করিম নামে একজনকে কুপিয়ে হত্যা চেষ্ঠার অভিযোগ উঠেছে
প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২১ আগস্ট রাতে ভুক্তভোগীর আপন চাচাতো ভাই মোঃ শওকত হাসান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সকাল ১০ টায় বাদীসহ ভূক্তভোগী করিম নিজ জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করাকালে একই এলাকার ফিরোজ মিয়া ওরফে কডু, মনজুরুল ইসলাম মঞ্জু, মোঃ আলাল উদ্দিন আলাল, মোঃ বাদশা মিয়া, মোঃ আশিক মিয়া ও মোঃ কালামসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের সঙ্ঘবদ্ধচক্র দেয়াল নির্মাণ কাজে বাধা দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী আব্দুল করিম চাঁদা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিদের হাতে থাকা দা, লাঠি ও রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে, এতে আব্দুল করিম গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত আব্দুল করিমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা জানান, এরা এলাকার চিহ্নিত দাদন ব্যবসায়ী। এলাকার নিরিহ মানুষের উপর বিভিন্নভাবে অত্যাচার করে জোড়পূর্বক টাকা হাতিয়ে নেয়। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।
ভুক্তভোগী আব্দুল করিম বলেন, আমি ২০২২ সালে আমার ও আমার পরিবারের নিরাপত্তা চেয়ে আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিলাম। এরপর থেকেই বিভিন্ন সময় আসামিরা আমাকে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন মূলত তাদের দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় আমার নিজের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে বাধা দেয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে আমার উপর অতর্কিতভাবে হামলা চালায়। মামলার বাদী মোঃ শওকত হাসান বলেন, আমার আপন চাচাতো ভাই করিমকে আসামিরা ঘটনার দিন অতর্কিতভাবে হামলা চালিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেছে। আমি আসামিদের বিচার দাবি করছি।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আল আমীন বলেন, মারামারির ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমি তদন্তে গিয়েছিলাম, মারামারির ঘটনার সত্যতা পেয়েছি। আসামিরা পলাতক রয়েছে। আসামিদের ধরতে অভিযান ্অব্যাহত আছে।