ময়মনসিংহে অসহায়দের যুবলীগের ঈদ উপহার
ময়মনসিংহ থেকে নিজস্ব সংবাদ দাতাঃমোঃআমিরুল ইসলাম হিরাঃ
ময়মনসিংহে তিনশো অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করেছেন মহানগর যুবলীগ।
রবিবার (১৭ এপ্রিল)বিকেলে নগরীর কেওয়াটখালী অন্বেষা স্টেডিয়ামে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও বাচ্চাদের হাতে নতুন জামা তুলে দেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের প্রেস সচিব শাহ আলমগীর জয়, সদস্য রাজীব খান সহ আরও অনেকে।
ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে খুশি অসহায় মানুষেরা। তারা বলেন দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে অনেকেরই ঈদে নতুন পোশাক কেনার সামর্থ ছিলোনা। কিন্তু এখন তারা নতুন কাপড় পেয়ে আনন্দে ঈদ কাটাতে পারবেন।
এ বিষয়ে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান বলেন, যুবলীগের কেন্দ্রীয় সভাপতিও সম্পাদকের নির্দেশে সম্পুর্ন নিজেদেরর ব্যাক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে অসহায় মানুষকে কিছুটা আনন্দ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হীরা
ময়মনসিংহ।