সোমবার, ডিসেম্বর ২, ২০২৪

মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

Logo
Desk Report 2 শনিবার, ২৩ ২০২৪, ৮:০০ অপরাহ্ণ

সাজিদুল হক প্রান্ত, নিজস্ব প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এরআগে শুক্রবার বিকালে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি কৃষি কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।

নিহতের ভাই মাইন উদ্দিন জানায়, প্রায় এক মাস যাবৎ তাদের প্রতিবেশী রফিকুলের সাথে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহ দলবল নিয়ে আমাদের বাড়ি বাড়িতে হামলা করে।

এসময় তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এসময় আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। আর আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান। আর আমরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

সিরাজুল ইসলাম। আজ ব্রাক্ষণবাড়িয়ায় যুব ফোরাম সংগঠনের আয়োজনে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পৌর মুক্ত মঞ্চে। সভাপতিত্ব …

সিরাজুল ইসলামঃ আজ ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে যুব ফোরামের উদ্যোগে ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত …

মো: নুর ইসলাম সবুজ, লালমনিরহাট জেলা প্রতিবিধিঃ লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে তিন সাংবাদিককে লাঞ্চিত করার অভিয়োগ উঠেছে। বিনা টিকিটে ট্রেনে …

রিপন চৌধুরী, মাল্টিমিডিয়া প্রতিনিধি: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে খিলক্ষেত থানাধীন খিলক্ষেত পুলিশ বক্সের সামনে আজ রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে দুটি ট্রাকের মধ্যে বেপরোয়া …