চট্টগ্রাম ব্যুরো- মদ ও জুয়ার আড্ডা বন্ধ করতে গিয়ে প্রতিনিয়ত ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবর শাহ এলাকায় সংযোগ সড়ক ঢালাই কাজের উদ্বোধন করার সময় কাউন্সিলর আলহাজ্ব মো. জহুরুল আলম জসিম একথা বলেন।
মঙ্গলবার ( ২৩ মে) সকালে আকবর শাহ বেলতলি ঘোনা সড়কের ঢালাই কাজের উদ্বোধন সম্পন্ন করেন চসিক ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কাউন্সিলর জহুরুল আলম জসিম বলেন, "এলাকার সার্বিক উন্নয়ন করা, মদ ও জুয়ার আড্ডা বন্ধ করতে গিয়ে আমার বিরুদ্ধে কিছু মানুষ ষড়যন্ত্র করছে। ভুয়া ফেইসবুক আইডি খোলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এইসব মিথ্যাবাদীদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিবো। এইসব করে কোনো স্বার্থন্বেষী মহল পার পাবে না।
তিনি আরও বলেন, "এই সড়কটি চসিকের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। মোট বরাদ্দ ২ কোটি ২০ লাখ টাকা।"
এছাড়াও তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন। তারই ধারাবাহিকতায় আমিও আমাদের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী তার কর্মী হিসেবে এই ওয়ার্ড ও ওয়ার্ডের প্রতিটি জায়গায় উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি । আকবর শাহ বেলতলি ঘোনা সড়কের ঢালাই কাজের উদ্বোধন এমনি একটি উন্নয়নের অংশ।
এ সময় কাউন্সিলর জসিম এলাকার উন্নয়নকে আরও বেগবান করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।