আনিছুর রহমান পলাশ
স্টাফ রিপোর্টার
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ মদিনা শাখা, মদিনার একটি কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে লায়ন রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আনিছুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, আবদুল হান্নান মুসাফির, নাছির উদ্দীন নুরি, ইউসুফ মিয়াজি, আবদুল মাবুদ সহ আরও অনেকে,বক্তারা বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস। অতএব এই স্বাধীনতাকে আমাদের যেকোন মূল্যে রক্ষা করতে হবে।