মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের উন্নয়রে রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর রূপরেখা নিয়ে ইশতেহার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন।
বুধবার (২৭ ডিসেম্বর) বাদএশা রাজধানীর মোহাম্মদপুর টাউল হল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচা বাজার বণিক সমিতির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, কোনো অপশক্তি নির্বাচনকে বানচাল করতে পারবে না। জনগণের মাঝে ভোটের একটা আমেজ রয়েছে, যা এই মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগরে ফুটে উঠেছে। আমি বিগত দিনে ২ বার এই এলাকার সংসদ সদস্য ছিলাম, আমি এই এলাকার উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিরলস ভাবে কাজ করেছি। আগামী ৭ জানুয়ারি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেবেন। স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আবারো নৌকাকে জয়যুক্ত করবেন।
মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান (বাবুল) এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসলিম উদ্দিন শিকদার।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আলম, মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি নাঈমুল হাসান রাসেল, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিল মোহাম্মদ দিলু, সাবেক সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর টাউল হল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচা বাজার বণিক সমিতির ব্যবসায়ীবৃন্দ, মোহাম্মদপুর থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ প্রমুখ।