
ফেব্রুয়ারী- শুরু হলো অমর ভাষা শহীদের মাস। এ মাস বাংলাদেশ ও বাঙালিদের অসীম ত্যাগ আর বীরত্ব গাঁথায় সমুজ্জ্বল। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুতিকাগার ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি জানাই “ছাত্রদল সাপাহার উপজেলা শাখার” পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা…
শুভেচ্ছান্তে
মো: হাসান আলী
সদস্য সচিব -সাপাহার উপজেলা ছাত্রদল
সাপাহার, নওগাঁ।
ADVERTISEMENT