
তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ সংবাদদাতা:
নিজ জেলা নেত্রকোনায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ভালুকা উপজেলা বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
রবিবার ২৩ ফেব্রুয়ারি সকালে ভালুকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান এবং ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাবরের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন, যা পুরো এলাকা মুখরিত করে তোলে।
প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।