
মহিউদ্দিন মাসুম:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। আমরা এর নিন্দা জানিয়ে সব অপরাধীদের এ দেশে ফিরত চাচ্ছি। কারণ যারা নিজের ভাইদের হত্যা করেছে, এ দেশের সম্পদ লুণ্ঠন করেছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, রাস্তায় হাঁটার অধিকার কেড়ে নিয়েছিল, ব্যবসা করার অধিকার কেড়ে নিয়েছিল, এ দেশের মানুষ তাদের বিচার চায়। বিচারের জন্য বাংলাদেশের মানুষ তাদের ফেরত চায়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার কনকাপৈতে অনুষ্ঠিত তাফসিরুল কেোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৫ আগস্টের আগে আমরা স্বাধীন ছিলাম না। ১৯৭১ সালে এ দেশের মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করেছিল, সেই থেকে ভারতের আগ্রাসনের কাছে মাথা নত করে জাতিকে আবার পরাধীন করেছিল। ৫ আগস্ট পুনরায় সংগ্রামের মাধ্যমে আমার স্বাধীন হয়েছি। যারা মাথা নত করে দিয়েছিল প্রতিবেশীদের কাছে আজ তারা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই দলের (আওয়ামী লীগের) প্রধান ভারতে, দ্বিতীয় ব্যাক্তি ভারতে, তৃতীয় ব্যাক্তিসহ ছোটখাটো সব নেতা ভারতে পালিয়ে আছে।
কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মু. শাহজাহান, উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক মু.বেলাল হোসাইন। মধূগ্রাম ঝিনারহাট ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কারি আব্দুল্লাহ্ আল-আমিন, মাওলানা ড. সাদিকুর রহমান আজহারি ও মাওলানা মুফতি লোকমান হোসেন।