বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘জি-২০ মেগা বিচ ক্লিন আপ’ আয়োজন

Logo
ifnews05@gmail.com মঙ্গলবার, ৩০ ২০২৩, ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ‘‌জি-২০ মেগা বিচ ক্লিন আপ’ শীর্ষক একটি সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছে ভারতীয় হাইকমিশন।

রোববার (২৮ মে) স্থানীয় সংস্থাগুলোকে নিয়ে ভারতের জি-২০ প্রেসিডেন্সির অধীনে এক ঘণ্টাব্যাপী কার্যক্রমটি উদ্বোধন করা হয়।

আয়োজনের প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ সবসময় জলবায়ু ইস্যুতে সম্মুখ সারিতে রয়েছে। এ সময় উপকূলীয় ও সামুদ্রিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।

ভারতীয় হাই কমিশনার বলেন, উপকূলীয় ও সামুদ্রিক আবাসস্থলের সংরক্ষণ ও সুরক্ষার এ সম্মিলিত প্রচেষ্টা আমাদের দুই দেশের যৌথ মূল্যবোধ ও অগ্রাধিকারের একটি স্বতঃস্ফূর্ত সম্প্রসারণ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব এবিএম ফখরুজ্জামান, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীসহ আরও অনেকে।

উল্লেখ্য,’জি-২০ মেগা বিচ ক্লিন আপ’ ইভেন্টটির উদ্দেশ্য হলো পরিবেশের ও সামুদ্রিক বর্জ্যের প্রভাব সম্পর্কে সংবেদনশীল করা এবং সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠানে পরিবেশগত সংকট প্রশমণে ব্যক্তিগত প্রচেষ্টা ও জনসমাজের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে অতিথি ও স্বেচ্ছাসেবকরা দল বেঁধে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আবর্জনা অপসারণ করেন।

ADVERTISEMENT
অন্যান্য সংবাদ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় …

মোঃ নুর ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের খোলাহাটি দারুস সালাম মহিলা মাদ্রাসা এতিমখানার হাফেজা ছাত্রীদের সনদ প্রদান ও …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি ফুটবল খেলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন নাটোর সদরের চাঁদপুর গোরস্থান বাজারের গোলাম রাব্বি (২৩) নামের যুবক। …