
ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা’কে হয়রানির অভিযোগ
মো:আছিফ মল্লিক
ভ্রাম্যমান প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খলিফা’কে হয়রানির অভিযোগ উঠেছে ছোট ভাই এর বিরুদ্ধে৷ মো. নুরুল ইসলাম খলিফা (৭২) উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৮নং শিয়ালকাঠী গ্রামের মৃত মকবুল আলী খলিফার ছেলে ও অভিযুক্ত মো. বদরুল খলিফা (৫৮) নুরুল ইসলাম এর ছোট ভাই৷
এ বিষয়ে নুরুল ইসলাম খলিফা জানান, ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী মৌজায় জে এল নংঃ ৩, এস এ খতিয়ানঃ ১৬৫, ১৬৮৪ দাগ নংঃ ৩৫৪৩, ৩৬৪৬ জমি আমার তফসিলভুক্ত সম্পত্তি ও আমি পৈত্রিক সূত্রে মালিক। ঐ সম্পত্তিতে আমার সৃজিত বিভিন্ন গাছ আছে যাহা আমার পরিচর্যায় বড় হইয়াছে।
আমার নগদ টাকার জরুরী প্রয়োজনে আমি ইতিপূর্বে উক্ত সম্পত্তি হইতে মেহগনী ০৩টি, ৪টি চাম্বল গাছ বিক্রি করেছি, আমার গাছ ক্রেতা বেপারী গত ২০দিন পূর্বে গাছ কাটিয়া সম্পত্তিতে জমা করিয়া রাখেন৷ পরে গাছের বেপারী গাছ নামাইয়া নিতে চাইলে আমার ছোট ভাই বদরুল খলিফা গাছ নিতে বাধা দেয়।
এসময়ে, বদরুল এর সাথে মো. লোকমান, মো. তানজের আলী, মো. খলিল ছুকানী আমার বিক্রয় করা গাছগুলো নিতে বাধা দেওয়ায় আমি তাদের সাথে জোর বলে না পারিয়া ঐ ঘটনা স্থানীয় কতিপয় গন্যমান্য লোকদের কাছে জানানোর পরে তাহারা মিমাংসা করার চেষ্টা করে। কিন্তু বদরুল কাহারো কথা শোনে না এবং মানে না। পরবর্তীতে আমি গাছ নামাইয়া নিতে যদি যাই তবে বদরুল খলিফা ও তাহার সংঙ্গপঙ্গ কর্তৃক গুরুত্বর শাস্তিভংগ হওয়ার আশংকা বিদ্যমান।
আমি নিরুপায় হইয়া আইনগত সহযোগিতা পাইবার জন্য ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।
মো:আসিফ মল্লিক
ভ্রাম্যমান প্রতিনিধি
01778737081