মো আছিফ মল্লিক
পিরোজপুরের ভান্ডারিয়ায় এম এ খালেক নির্মিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয় এর ২৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন স্কুলের ভিবিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এ সময় ভিবিন্ন খেলাধুলা ও অভিনয়ের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও কর্মক্ষমতার প্রতিযোগিতা প্রদর্শন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে পুরষ্কারপ্রাপ্ত হিসেবে বিবেচিত হন।
বুধবার (৩১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ পর্বে শিক্ষার্থীরা তাদের মেধা ও কর্মক্ষমতার প্রতিযোগিতা প্রদর্শন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে পুরষ্কারপ্রাপ্ত বিবেচিত হয়ে বিজয়ী সকল শিক্ষার্থীরা পুরষ্কার গ্রহণ করেন, পুরষ্কার গ্রহণকালে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উৎফুল্ল দেখা যায়।
এ সময়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আরিফ হোসেন ও সমীরণ মন্ডলকে বিশেষ সন্মাননা ক্রেস্ট সহ এসএসসি-২০২৩ পরিক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলি শেখ ও সহকারী শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী।
এ সময়, আছিয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলি শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কায়সার উদ্দিন জমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে আমানউল্লাহ্ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আক্তার, সাবিহা খালেক টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদ মাসুম, মাফছার-উল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নূর জালাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী-অবিভাবকবৃন্দ সহ ভিবিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো:আছিফ মল্লিক
ভ্রাম্যমাণ প্রতিনিধ
01778737081