
ভানী ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়ন ছাত্রলীগের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুলাই রবিবার বিকেল পাঁচটায় প্রকাস মাঠ থেকে ভরাট বাস স্ট্যান্ড পর্যন্ত এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ভানী ইউনিয়ন শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাদেকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল হয়।
এই আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ খান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম খায়ের,ভানী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল,ভানী ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, সহ আরো অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া ও ভানী ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রজ্জব সরকার, জুয়েল রানা,আবুল বাসার,জাকারিয়া,শরীফ সরকার,সাইদুল ইসলাম ও ইউনিয়ন সদস্য হাসিব খান,সাজ্জাদ হোসেন,মনিরুল ইসলাম,মোরশেদ,সহ ছাত্রলীগের নেতাকর্মীরা। নতুন কমিটি পেয়ে নেতাকর্মীরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ ছাত্রলীগ,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।