মোঃ রাকিবুল ইসলাম,
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন।
সোমবার (৩০ ডিসেম্বর)সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা দায়িত্ব পালন করছেন। সমস্যা হচ্ছে না।
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরেই রাজধানী ঢাকায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় রামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস ফোরাম। সোমবার সকালে তারা হাসপাতালের সামনে সমাবেশও করেছেন।
সেখানে ইন্টার্ন চিকিৎসক ডা. আব্দুল্লাহ, ডা. অনন্যা রহমান, ডা. মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, দিনরাত তারা পরিশ্রম করেন হাসপাতালে। কিন্তু যে ভাতা পান, তা যৌক্তিক নয়। তাই তারা ভাতা বাড়ানোর দাবি করছেন। কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।
রামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ‘হাসপাতালে প্রায় ২০৮ জন