জেলা গোয়েন্দা শাখা ( কোতয়ালী জোন), ফরিদপুর কর্তৃক ০১/১২/২০২৩ তারিখ অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। এস এম শাজাহান কবির জুয়েল জাতীয় দৈনিক সরেজমিন বাত্া ফরিদপুর সদর উপজেলা পতিনিধি ফরিদপুর
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, কোতয়ালী জোন, ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০১/১২/২০২৩ তারিখ- ২১.১৫ ঘটিকার সময় ফরিদপুর ভাংগা থানাধীন পুকুরিয়া হাজারী মার্কেট আলমগীর মেম্বার এর রিক্সা গ্যারেজ এর সামনে হইতে আসামী ১। মোঃ রয়েল মিয়া রুহেল মিয়া (২৮) পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং- শান্তিনগর থানা- দর্শনা, ২। মোঃ সাইফুল ইসলাম শিবলু (৩৫) পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- শিংনগর (মসজিদ পাড়া) থানা- জীবন নগর, উভয় জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল সহ ধৃত করেন। উক্ত বিষয়ে আসামীদের বিরুদ্ধে এসআই (নিঃ) হাফিজুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
[মিডিয়া এন্ড পিআর, জেলা পুলিশ, ফরিদপুর]