
ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসে বাস উল্টে গিয়ে নিহত ১
ভাঙ্গা থেকে মোঃ আনোয়ার হোসেন :
ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু এক্সপ্রেসে বাস উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার দুপুরে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম ফ্লাইওভারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহন নামের একটি বাস এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারে উঠতে গেলে দোলা পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে হানিফ পরিবহনের বাসটি উল্টে যায়। এসময় বাসের গেটে থাকা পরিবহনটির সুপার ভাইজার ঘটনাস্থলেই নিহত হন। বাসের ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ দুর্ঘটনায় ওসি হাইওয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পাল্লাপাল্লি করে গাড়ী চালাতে গিয়ে হানিফ পরিবহনটি মালিগ্রামে মহাসড়কের উপর উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এ সময় একজন যাত্রী নিহত হন এবং ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। নিহতের পরিচয় সুনির্দিষ্ট ভাবে এখনো পাওয়া যায়নি। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।