
ভাঙ্গায় চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন
ফরিদপুরের ভাঙ্গা থেকে আনোয়ার হোসেন:
ফরিদপুর ভাঙ্গা চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই বৃহস্পতিবার বিকেলে ৫ টার সময়
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিডিম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির নির্দেশক্রমে ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেনের পরিচালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিটির আহবায়ক খন্দকার মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মোঃ গিয়াস উদ্দিন খালাসী, সাবেক চেয়ারম্যান মোঃ মোতালেব মাতুব্বর, বর্তমান চেয়ারম্যান মোঃ মুনসুর মুন্সী, বর্তমান চেয়ারম্যান শাজাহান হাওলাদার, সাবেক চেয়ারম্যান লিটন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান রওশন কাজী, মোঃ কালাম মাতুব্বর, মোঃ সুরুজ, বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রমুখ।
যুবলীগের নেতা মোঃ জাহিদ হাওলাদার বাহার, দৈনিক সরেজমিনকে বলেন, যুবলীগের আঞ্চলিক কার্যালয় মালীগ্রামের এবং আঞ্চলিক কার্যালয়ের পরিচালনার দায়িত্ব আমাকে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশের আওয়ামী যুবলীগের অহংকার আমার প্রিয় নেতা ফরিদপুর 4 আসনের সংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন প্রতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক. ফরিদপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন ভাই আমাকে যেই দায়িত্ব দিয়েছেন আমি যেন আমার দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করতে পারি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, শেষে মুনাজাত,পরিচালনা করেন মাওঃ মহিউদ্দিন মোল্লা।