শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

ভাই ভাইয়ে দ্বন্দ্ব পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন ।

Logo
ডেস্ক রিপোর্ট শুক্রবার, ০২ ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ

শফিকুল ইসলাম শরীফ রিপোর্টার,

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নের ভদ্রগাছা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাই ভাইয়ের বিরুদ্ধে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। আজ শুক্রবার (০২/০৮) নবীনগর স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও আইন ও মানবাধিকার সুরক্ষা কমিটির উপজেলা শাখার সভাপতি মো. খোরশেদ আলম (৫০) ইতিপূর্বে তার ছোট ভাই মোরশেদ আলমের করার সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদ জানিয়ে পাল্টা জবাব দেন। এ সময় তার সাথে স্ত্রী কন্যা ভাই সালমান জমাদ্দার উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমার যখন মাত্র ১০ বছর বয়স তখন আমার বাবা মো: আবদুর রহমান মারা যান। বাবার মৃত্যুর পর আমার চাচা মৃত আব্দুল আলিম সাহেবের সাথে আমার মা’র দ্বিতীয় বিবাহ হয়।তারা ৪ভাইয়ের মধ্যে খোরশেদ আলম ও মোরশেদ আলম একই বাপের সন্তান এবং মায়ের নতুন সংসারের সালমান জমদ্দার ও আলাউদ্দিন জমদ্দার নামে আমার দুই ভাই। কিন্তু আমার নতুন বাপ আমার মায়ের ও তার ঔরসজাত দুটি সন্তানের ভরণপোষণ দেননি।উল্টো আমার মায়ের সম্পত্তি তার নামে নিয়ে ১স্ত্রী কে নিয়ে কুমিল্লা চলে যান।
তারপর থেকে আমি মা ও ৪ ভাইসহ সংসারের দায়িত্ব নেই।বিদেশে শারীরিক পরিশ্রম করে সংসার চালাই এবং সালমান জমদ্দার ও আলাউদ্দিন জমদ্দারকে বিদেশে পাঠাই।নিজের কষ্টের টাকায় সহায় সম্পত্তি করি।
আমার বিরুদ্ধে অভিযোগ আমি তার জমি দখল করেছি কিন্তু আমি তার কোন জমি-জমা দখল করি নাই। এর স্বপক্ষে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি। দ্বিতীয় অভিযোগ ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত আশি লক্ষ টাকা (৮০) দিয়েছে কিন্তু এর কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি।
৩য় অভিযোগ তাদের হয়রানি করছি। অথচ তারা আক্রমণ করে আমাদের উপর। সেই মারধরের পুলিশ সেই মোরশেদ উত্তর ছেলে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। আমি মাকে আমার নিজের টাকায় জমি কিনে দিয়েছিলাম সেই বিক্রি করে মা আমাকে হজের জন্য টাকা দেয় মা ও স্ত্রী নিয়ে হজে যাব। আমার মান-সম্মান হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ করা হয়েছে।
উল্লেখ গত বুধবার সন্ধ্যায় মোরশেদ আলম
তার ভাই মো. খোরশেদ আলমের (৫০) বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও প্রতারণা অভিযোগ তুলেন।এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে আব্দুর রহমান (১৬) ও তার মা আম্বিয়া বেগম (৬৫) ভাই কুয়েত প্রবাসী মো. আলাউদ্দিন জমাদ্দার (৩৮)।

ADVERTISEMENT

দেলোয়ার হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সকল রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি|: কুমিল্লা জেলার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের নয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টারঃ নরসিংদীর শিবপুরে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, প্রযুক্তি এবং তারুণ্যের উৎসব ২০২৫। আজ বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) উপজেলা পরিষদ মাঠে …