
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খন্দকার বাড়ির মৃত দুলাল খন্দকারের বড় ছেলে, দক্ষিণ আফ্রিকা প্রবাসী জ্যামি খন্দকারের বিরুদ্ধে ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাস করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে নিউজিল্যান্ড প্রবাসী হিসেবে পরিচয় দেন। স্বল্প খরচে নিউজিল্যান্ডে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভূয়া কাগজপত্রের মাধ্যমে বহু মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার ব্যক্তিদের মধ্যে কেউ ২ লাখ, কেউ ৩ লাখ, কেউবা ৫ লাখ টাকা দিয়েছেন। এভাবে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে তিনি প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।
টাকা নেওয়ার পর তিনি ভুক্তভোগীদের ফেসবুক, ইমুসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দেন, যাতে তারা কোনোভাবে যোগাযোগ করতে না পারেন।
ভুক্তভোগীরা জানান, জ্যামি খন্দকারের প্রতারণা থেকে তার আত্মীয়-স্বজন ও নিজ এলাকার লোকজনও রেহাই পাননি। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় এবং নোয়াখালী জেলা আদালতে একাধিক প্রতারণা মামলা রয়েছে।
এ বিষয়ে তার মায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন, “প্রতিনিয়তই তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসছে। তার অপকর্মের দায় আমরা নিতে পারবো না। আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। সে আমার এবং তার স্ত্রী-সন্তানের খোঁজ-খবরও নেয় না, ভরণ-পোষণ দেয় না।”
ভুক্তভোগী ও এলাকাবাসীরা ভয়ংকর এই প্রতারককে দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।