এম,এ,মান্নানঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর কাজ চলমান, রাস্তার কাজ দ্রুত গতিতে চালানোর জন্য রাস্তার কাজে ব্যবহৃত মালামাল গুলো রাতে এনে গাজীপুর ভোগড়া বাইপাস ব্রীজের নিচে রাখেন। আজও অন্যান্য দিনের মতো খোয়া ভালো মিশ্রিত মালামাল গুলো ব্রীজের নিচে রেখে গিয়েছেন রাতের ডিউটি শ্রমিকরা ।
আজ সকালে দিনের ডিউটি শ্রমিকরা এসে এই খোয়া বালু নেওয়ার সময় এ লাশ বেরিয়ে আসে, শ্রমিকদের নজরে আসে রাস্তায় চলাচলে সাধারণ মানুষের নজরে আসে এই শ্রমিকরা মালামাল না নিয়ে তারা হুড়ো করে এখান থেকে চলে যায় । ঘটনাটি ঘটে গাজীপুর ভোগড়া কাঁচামালের আড়ত সংলগ্ন ওভার ব্রিজের নিচে । মৃত ব্যক্তির ঠিকানা জানা যায়নি ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আওতাধীন বাসন থানার অভিসার ইন চার্জ (ওসি) ঘটনা স্থল পরিদর্শন করেছেন । লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ পাঠিয়েছেন।